উন্নয়নশীল দেশ হিসেবে সুপারিশপ্রাপ্তিতে শ্রীবরদীতে পুলিশের আনন্দ উৎসব

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতেও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রবিবার বিকেলে শ্রীবরদী থানার উদ্যোগে থানা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ উৎসবের কেক কাটেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া ও বিদায়ী পৌর মেয়র আবু সাইদ। ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রুকন উদ্দিন। পরে সন্ধ্যায় এ.জেড রুমানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।