ঝিনাইগাতীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ সারাদেশের ন্যায় ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ অক্টোবর রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ক্যাপসুল খাওয়ানো মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জানান, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে একযোগে সারাদেশের ন্যায় ঝিনাইগাতী উপজেলায় ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর শনিবার পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এসময় ডাঃ জসিম উদ্দিন বলেন, কোন শিশুই যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের সর্তক থাকার আহ্বান জানান। এবছর ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২ হাজার ২৯৬জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৪১০জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ২১ হাজার ৭০৬জন শিশুকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ঝিনাইগাতী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে ৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুর রহমান ও ডাঃ মো: আহিদ ইকবাল খোকনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। Related posts:ঝিনাইগাতীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানে জরিমানাশেরপুরে বিষপানে বৃদ্ধার মৃত্যুনালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্যসহ নিহত ২ ॥ আহত ১০, আটক ৫ Post Views: ১৫৭ SHARES শেরপুর বিষয়: