শেরপুরের নালিতাবাড়ীতে রেললাইনের দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০ নালিতাবাড়ী প্রতিনিধি ॥ ‘আমগর বাড়ি নালিতাবাড়ী, আমরা চাই রেলগাড়ি’ এ শ্লোগানে নালিতাবাড়ীতে রেললাইনের দাবিতে বন্ধুসভার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর রবিবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রেলমন্ত্রীর বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের কাছে হস্তান্তর করা হয়। বন্ধুসভার সভাপতি জয় সাহার সভাপত্বিতে মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি এম এ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, প্রথমআলো প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, উদিচী শিল্প গোষ্ঠীর সভাপতি আব্দুর রহমান তালুকদার, বন্ধুসভার সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ দিন ধরে জেলায় রেললাইন আসবে বলে আলোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতে নালিতাবাড়ী উপজেলায় প্রকৃতিক সৌন্দর্য সম্বলিত পর্যটন এলাকায় রেল লাইনের জোড়ালো দাবি জানাচ্ছি। এছাড়া এখানে রয়েছে ব্যাবসা-বানিজ্য প্রসারের অন্যতম মাধ্যম নাকুগাঁও স্থলবন্দর। এছাড়াও রয়েছে দু’দেশের যাতায়াতে নাকুগাঁও ইমেগ্রেশন। তাই নালিতাবাড়ীতে রেললাইন স্থাপন করা হলে শুধু যাতায়াত নয়, ব্যবসা বানিজ্যেরও প্রসার ঘটবে। Related posts:নালিতাবাড়ীতে ৫ টাকার জন্য কিশোরীর আত্মহত্যাসপরিবারে করোনা মুক্ত হলেন শেরপুরের জেলা জজ মোহাম্মদ আল মামুনশ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১৯ জুয়াড়ি গ্রেফতার Post Views: ১৭৬ SHARES শেরপুর বিষয়: