ঝিনাইগাতী বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেছেন নবাগত ওসি ফায়েজুর রহমান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ বিট পুলিশিং কার্যক্রম সচল করতে ঝিনাইগাতী থানার বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গত ৯ ও ১০ অক্টোবর শুক্র ও শনিবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও, কালিবাড়ী চেঙ্গুরিয়া গ্রামে এলাকাবাসীর সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইগাতী থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম খান মানুষকে নিরাপদ রাখতে ও আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তি পূর্ণ ভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উল্লেখ্য, ৪ অক্টোবর ঝিনাইগাতী থানায় নতুন ওসি হিসেবে ফায়েজুর রহমান যোগদান করেন যোগদানের পর ৯ অক্টোবর থেকে বিট পুলিশিং কার্যক্রম জোরালো ভাবে পরিচালনার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান শ্যামলীনিউজ২৪ডটকমকে বলেন, পূর্বে আমরা কমিউনিটি পুলিশ নিয়ে কার্যক্রম করেছিলাম, যার কারণে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছিলো। আইনশৃঙ্খলা আরও জোরদার এবং গতিশীল করতে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আরও বলেন, সারাবিশ্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে বিট পুলিশিং-এর কার্যক্রম মডেল হিসেবে চলছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণে আমরাও বিট পুলিশিং কার্যক্রমকে সচল করতে উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, মনে রাখবেন বিট পুলিশিং কার্যক্রম এলাকাবাসীকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওই বিট পুলিশিং সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশনের শুভেচ্ছাশ্রীবরদীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগপ্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে ৩নং ওয়ার্ড আ'লীগের শোক Post Views: ২৪১ SHARES শেরপুর বিষয়: