বকশিগঞ্জে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে কাঁঠাল গাছের ডালে ফাঁসিতে ঝুলে সজিব খান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে খান পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গ্রামের দুদু খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাস সম্রাট জানান, “মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে”। Related posts:বকশীগঞ্জে ৪০০ বস্তা চোরাই সার উদ্ধার৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞাশেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন Post Views: ২৬১ SHARES সারা বাংলা বিষয়: