জামালপুরে ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ট্রেনে কাটাপড়ে মো. নুরুল আমিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ওই ব্যক্তি মারা যান। নিহত নুরুল আমিন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুচগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের শাহপুর এলাকায় শ্বশুর বাড়িতে থেকে ভাঙারি ব্যবসা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন দ্রুত বেগে লাইন পার হচ্ছিলেন। এ সময় পা পিছলে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। তাপস চন্দ্র পণ্ডিত জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। Related posts:মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীরনেত্রকোনায় জাতীয় শোক দিবস পালনসংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, প্রাণ গেল যুবকের Post Views: ১৭৬ SHARES সারা বাংলা বিষয়: