ইরফান সেলিমের বাসা থেকে অবৈধ অস্ত্র-বিদেশি মদ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, গুলি, বিদেশি মদ, বিয়ার, ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। সাদা রঙের নয়তলা ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ইরফান সেলিম থাকেন। সোমবার সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ সমকালকে জানান, সেখানে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে। রোববার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। এই মামলায় হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, এ বি সিদ্দিক দীপু, জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজন। Related posts:চীনের সিনোফার্মের আরও ৬ কোটি টিকা কিনছে বাংলাদেশক্যাসিনোর টাকার ভাগ পাওয়া কাউকেই ছাড় নয়: ওবায়দুল কাদেরমেট্রোরেলের নির্মাণ কাজের অগ্রগতি ৬৩ শতাংশ Post Views: ২৫৩ SHARES জাতীয় বিষয়: