শ্রীবরদীতে নির্যাতনে নিহত গৃহকর্মীর বাড়িতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতার স্ত্রীর নির্যাতনে নিহত গৃহকর্মী শিশু সাদিয়া আক্তার ফেলির (১০) বাড়ি পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ২৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার মুন্সীপাড়া গ্রামের হতদরিদ্র গৃহকর্মী সাদিয়ার বাবা-মা’র সাথে কথা বলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। পরিদর্শনকালে পুলিশ সুপার ওই পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। ওইসময় গৃহকর্মী সাদিয়ার মৃত্যু সম্পর্কিত মামলার বিভিন্ন বিষয়ে সাদিয়ার বাবা সাইফুল ইসলামের সাথে কথা বলেন। পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের ব্যাক্তিগত পক্ষ থেকে নিহত গৃহকর্মী সাদিয়ার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপহার সামগ্রী। ওইসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরের নির্যাতনে আহত হয়ে গত ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সাদিয়া। প্রায় ২৮ দিন চিকিৎসার পর গত ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে মারা যায় গৃহকর্মী সাদিয়া। ওই ঘটনায় সাদিয়ার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঝুমুরকে গ্রেফতার করে। বর্তমানে স্ত্রী ঝুমুর জেলা কারাগারে রয়েছে। Related posts:শেরপুরে ভেজাল হলুদের গুড়া তৈরির সময় গ্রেফতার ২ঝিনাইগাতীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতশেরপুরের সব থানার ওসিকে একযোগে বদলি Post Views: ২১৯ SHARES শেরপুর বিষয়: