নকলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২ শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ৮ অক্টোবর শনিবার রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। বায়েজিদ স্থানীয় সোহেল রানার পুত্র। বায়েজিদ রানা তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ও এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১২টার দিকে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের নিজের শয়ন কক্ষের বাঁশের ধর্নার সাথে গলায় ফাঁস দেয় বায়েজিদ রানা। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। Related posts:ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালননালিতাবাড়ীতে জ্বর ও শ্বাসকষ্টে এক ব্যাক্তির মৃত্যু ॥ আশেপাশের ১০টি বাড়ী লকডাউনশেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৯০ SHARES শেরপুর বিষয়: