সরিষাবাড়ীতে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের চারদিন পর খোকন মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা বাজারের পাশে এক পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চর জামিরা গ্রামের রোস্তম আলীর ছেলে খোকন মিয়া দীর্ঘদিন ধরে মৃগিরোগে ভুগছিলো। গত সোমবার (২৬ অক্টোবর) সকালে সে বাড়ি থেকে বের হয়ে চর জামিরা বাজারে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও না পেয়ে বুধবার সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাজারের পাশে পুকুরে তার লাশ দেখতে পায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে পরিবারের লোকদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম জানান, উদ্ধারকৃত কিশোরের লাশটি অর্ধগলিত ছিল। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। Related posts:জামালপুরে নতুন করে আরও ৩৫ জন করোনায় আক্রান্তফুলপুরে ইয়াবা ও বিদেশি মদসহ মাদক কারবারি আটকময়মনসিংহের ভালুকায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা Post Views: ২২৭ SHARES সারা বাংলা বিষয়: