মিন্নিকে নিয়ে প্রেস ব্রিফিং : এসপিকে সতর্ক করলেন হাইকোর্ট অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ বিশেষ প্রতিনিধি : মিন্নির ভুল স্বীকার মর্মে পুলিশ সুপার (এসপি) যে বক্তব্য দিয়েছেন তা হতাশা ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এজন্য এসপিকে কঠোরভাবে সতর্ক করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এসপি হিসেবে তিনি পেশাদারিত্বের পরিচয় দেননি। ভবিষ্যতে কোনো পুলিশ অফিসার তদন্তাধীন বা বিচারাধীন মামলার বিষয়ে ব্রিফ করলে সতর্কতার সঙ্গে করতে হবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিন্নির রায় ঘোষণার সময় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। এর আগে আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ বিষয়ে সময়মতো ব্যবস্থা নেবেন। এ ছাড়া রিফাত হত্যার ঘটনায় করা মামলা বিচারাধীন বিষয় বিধায় আদালত এ ব্যাপারে কোনো আদেশ দিচ্ছেন না। তবে কোনো মামলার তদন্ত ও বিচারাধীন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোনো আসামি গ্রেফতারের পর তাকে মিডিয়ার সামনে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রেস ব্রিফিং করার ব্যাপারে নীতিমালা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন আদালত। Related posts:নেত্রকোনায় ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গেল প্রাণ কৃষকেরশেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতশেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন Post Views: ২৩৩ SHARES সারা বাংলা বিষয়: