শেরপুরে প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জাতীয় দৈনিক প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর বুধবার প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে জেলার ৬টি প্রতিষ্ঠানের প্রধানের হাতে শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া ও প্ল্যাকার্ড উপহার দেওয়া হয়। একইসঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে সম্পাদক স্বাক্ষরিত চিঠি বিতরণ করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডাঃ আকরাম হোসেন, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ খাইরুল কবীর সুমন, জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও করোনাকালে বিশেষ ভূমিকা পালন করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর কমিটির সমন্বয়ক আল আমিন রাজুর হাতে উপহার হিসেবে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম আলোর দেওয়া শুভেচ্ছা উপহার গ্রহণ করে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ ২২ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, ইতিবাচক আর উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে এটি পাঠকের মধ্যে জনপ্রিয় সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। ভবিষ্যতেও পত্রিকাটির ইতিবাচক কর্মকা- অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ওইসব কর্মসূচিতে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সাইফুল ইসলাম, সভাপতি মাশুকুর রহমান, সহ-সভাপতি মাহমুদুল হাসান, আল আমিন রাজু, সাধারণ সম্পাদক রবিন সাহা, অর্থ সম্পাদক জুন্নুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান শামীম, মানববিষয়ক সম্পাদক নকিব হাসানসহ শেরপুর বন্ধুসভার সদস্যরা অংশ গ্রহণ করেন। Related posts:শেরপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ আটক ৩শেরপুরে পাখি শিকারের দায়ে ৪ জনকে অর্থদণ্ডশেরপুরে আদালতের নির্দেশে কবর থেকে ওঠানো হলো সাঈদের মরদেহ Post Views: ১৮৭ SHARES শেরপুর বিষয়: