শ্রীবরদীতে কর্মজীবনের ১ বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইউএনও নিলুফা আক্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ রাজাদুল ইসলাম বাবু, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলায় কর্মজীবনের ১ বছর পূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। ৪ নভেম্বর বুধবার শ্রীবরদী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে এক বছর পূর্ণ হয়। বছর পূর্তিতে বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান, সহকারি কমিশনার (ভূমি), অফিসার্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে ইউএনও নিলুফা আক্তারের ১ বছর পূর্তি উপলক্ষ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শ্রীবরদী ও শ্রীবরদী রক্তসৈনিকের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। জানা যায়, নিলুফা আক্তার ইউএনও হিসেবে শ্রীবরদী উপজেলায় প্রথম দায়িত্বভার গ্রহণ করেন ২০১৯ সালের ৪ নভেম্বর। যোগদানের পর থেকেই তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে উপজেলায় বিভিন্ন কার্যকরি প্রদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে যাচ্ছেন। আর নির্দেশনা পালনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। দিন রাত উপজেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলছেন তিনি। জনগণকে সচেতন করা, স্বাস্থ্য বিধি নিশ্চিত করা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের খোঁজ খবর নিচ্ছেন। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত তিনি সততার মাধ্যমে কাজ করতে চান। উল্লেখ্য যে, ইউএনও নিলুফা আক্তার ৩১ তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় জন্মগ্রহণ করেন। Related posts:শেরপুর মুক্ত দিবস পালিতশ্রীবরদীতে ৩২০ পিস ইয়াবাসহ আটক ২শেরপুরে শহরের গৌরিপুর মহল্লায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Post Views: ২৪১ SHARES শেরপুর বিষয়: