শাহরুখের ডাকে ফিরছেন সালমান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ অনলাইন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান ‘পাঠান’ সিনেমা দিয়ে আবারও অভিনয়ে ফিরছেন। এই ছবির মাধ্যমে দুই বছর পর আবারও শুটিং সেটে ফিরছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হচ্ছে এই সিনেমাটির। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখতে পাওয়া যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। তবে চমকের বিষয়, এই সিনেমাতে শাহরুখের সাথে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকেও। বলিউডলাইফ বলছে ‘পাঠান’ সিনেমায় অভিনয় করবেন ভাইজান খ্যাত সালমান খান। এতে অতিথি চরিত্রে হাজির হবেন তিনি। এর আগেও, শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় সালমানকে। সিনেমাটির ‘ইশকবাজি’ গানে একসঙ্গে এই দুই তারকাকে স্ক্রিণে দেখা যায়। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন সিদ্ধার্থ আনন্দ। ছবির শুরুর শুটিং মুম্বাইতে হবে, যেখানে শুধু শাহরুখ অংশ নেবেন। দীপিকা ও জন আগামী বছরের শুরুতে সিনেমাটির বাকি শুটিং করবেন। আগামী বছরের জুনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ করতে চাইছেন নির্মাতারা। Related posts:১৯ বছর পর মডেল তিন্নি হত্যার রায় আজমিরাক্কেল থেকে বাদ পড়লেন শ্রীলেখা!তৃতীয় বিয়ে করলেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ Post Views: ২৬০ SHARES বিনোদন বিষয়: