অন্যরকম প্রেমের নাটকে ফারহান-ফারিন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ মুশফিক আর. ফারহান ও তাসনিয়া ফারিন সদ্য বিয়ে করেছেন। দুই পরিবারের সম্মতিতে তাদের চারহাত এক হয়েছে। কিন্তু নবদম্পতির সংসারের পুরোটা জুড়েই শুধু ফুল নয়। তাতে কাঁটাও থাকে! সম্পর্কের ওঠানামা শুরু হয় বিয়ের ক’দিন পরেই। ‘তোমার আমার গল্প’ নাটকের গল্প এমনই। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। রাজ বলেন, ‘এটি অন্যরকম প্রেমের এক নাটক। এতে বিয়ের পর এক দম্পতির ভালোবাসার গল্প দেখবেন দর্শকরা। মুশফিক আর. ফারহান ও তাসনিয়া ফারিণ আমাদের মনের মতো অভিনয় করেছেন। তাদের কেমিস্ট্রি দর্শকদের চোখে অনেকদিন লেগে থাকতে পারে।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন সোহেল খান, রত্না, এবি রোকন, মিনু রহমান। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনায় আরিফিন সরকার। এতে নতুন গান রয়েছে। এটি গেয়েছেন তাসনিম আনিকা ও তানজির। এর কথা লিখেছেন শিমুল এসবি, সুর ও সংগীতায়োজনে নাভেদ পারভেজ। নাটকটি প্রযোজনা করেছে সিনেমাওয়ালা। আগামী ২৮ অক্টোবর রাত ৭টায় তাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে এটি। Related posts:বলিউডে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দেন কোন নায়িকা?অপূর্ব-তিশার 'ভালোবাসা তুই'নতুন সুখবর দিলেন রাজ-শুভশ্রী Post Views: ২১৪ SHARES বিনোদন বিষয়: