নকলায় বিনামূল্যে ভ্রাম্যমাণ থেরাপী সেবা ক্যাম্পেইন

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিভিন্ন ভাবে প্রতিবন্ধী ও অন্যান্য রোগীদের বিনামূল্যে থেরাপী সেবা দেওয়া হয়েছে। নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসের সামনে ১০ নভেম্বর মঙ্গলবার ওই থেরাপী সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন শিক্ষক মুহাম্মদ আক্রাম হোসেন। ওইসময় শিক্ষক মনজুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, এলাকার গন্যমান্য ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রোগে আক্রান্ত অর্ধশত রোগী উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ ক্যাম্পেইনে সাধারণত মেরুরজ্জুতে আঘাত ও প্যারালাইসিস, অটিজম, সেরিব্রাল পালসি, মানসিক রোগ, বিষন্নতা, সিজোফ্রেনিয়া, বান, হাড়ভাঙ্গা, আথ্রাইসিস, নার্ভ ইনজুরি, ডাউন সিনড্রেমা ও বুদ্ধি প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি সেবা দেওয়া হয়।