নকলায় বিনামূল্যে ভ্রাম্যমাণ থেরাপী সেবা ক্যাম্পেইন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিভিন্ন ভাবে প্রতিবন্ধী ও অন্যান্য রোগীদের বিনামূল্যে থেরাপী সেবা দেওয়া হয়েছে। নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসের সামনে ১০ নভেম্বর মঙ্গলবার ওই থেরাপী সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন শিক্ষক মুহাম্মদ আক্রাম হোসেন। ওইসময় শিক্ষক মনজুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, এলাকার গন্যমান্য ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রোগে আক্রান্ত অর্ধশত রোগী উপস্থিত ছিলেন। জানা গেছে, এ ক্যাম্পেইনে সাধারণত মেরুরজ্জুতে আঘাত ও প্যারালাইসিস, অটিজম, সেরিব্রাল পালসি, মানসিক রোগ, বিষন্নতা, সিজোফ্রেনিয়া, বান, হাড়ভাঙ্গা, আথ্রাইসিস, নার্ভ ইনজুরি, ডাউন সিনড্রেমা ও বুদ্ধি প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি সেবা দেওয়া হয়। Related posts:শেরপুরে পূজা পার্বণ গ্রুপের উদ্যোগে দুই প্রতিমাশিল্পীকে মরণোত্তর সম্মাননা প্রদানশেরপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সাবেক এমপি শ্যামলীর মতবিনিময় সভাশেরপুরে আইনজীবীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দিলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ২০২ SHARES শেরপুর বিষয়: