এবার করোনা আক্রান্ত টেস্ট অধিনায়ক মুমিনুল

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। মঙ্গলবার ফল পজিটিভ এসেছে। বিষয়টি বাংলাদেশ টেস্ট দলের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেকিডেল বিভাগ সমকালকে নিশ্চিত করেছে।

করোনা পজিটিভ আসলেও তেমন কোন উপসর্গ নেই মুমিনুলের। তবে সামান্য মাথা ঝিমঝিমানি আছে বলে জানিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ায় নভেম্বরের তৃতীয় সপ্তাহে পাঁচ দল নিয়ে আয়োজিত ঘরোয়া বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে অনিশ্চিত হয়ে গেলেন তিনি। অবশ্য সুস্থ হয়ে ফেরার জন্যও তার সামনে সময় আছে।

এর আগে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ করোনা আক্রান্ত হয়েছেন। তার পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) প্লে অফে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ওই আসরে অংশ নিতে পারছেন না টি-২০ অধিনায়ক।