জামালপুরের মাদারগঞ্জে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কবরস্থানের গাছে লেবু মিয়া নামে (৩৫) এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে বাড়ির পাশে কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লেবু মিয়া একই গ্রামের ঘুনে মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, নিহত লেবু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থলে একজোড়া স্যান্ডেল ও একটি টর্চলাইট পাওয়া গেছে। স্বজনরা জানান, দুই মাস আগে রহমতুল্লাহর মেয়ের সঙ্গে লেবু মিয়ার ছোটভাই সাইফুলের ছেলে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মামলা মোকদ্দমা চলছে। বুধবার লেবু ইটভাটার শ্রমিকদের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে তিন-চার লাখ টাকা শ্রমিকদের মধ্যে বিতরণও করেছেন। বুধবার রাত ১০টায় তিনি বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে বাড়ির পাশে কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এটি একটি হত্যাকাণ্ড। অনুসন্ধানে সব জানা যাবে। Related posts:ঝিনাইগাতীতে স্কুল প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনরাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদানজামালপুরে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ১১ জেলের জরিমানা Post Views: ২৪৯ SHARES সারা বাংলা বিষয়: