দেওয়ানগঞ্জে শিশুর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

জামালপুর প্রতিনিধি : দেওয়ানগঞ্জে আম বাগান থেকে আনোয়ার হোসেন নামের এক শিশুর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাত খাওয়া গ্রামের একটি আমবাগান থেকে আনোয়ার হোসেন শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
মা আঙ্গুরী বেগম জানান, শনিবার (২১ নভেম্বর) রাতের খাবার শেষ টেলিভিশন দেখতে যায় আনোয়ার। টেলিভিশন দেখতে গিয়ে আনোয়ার রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। বিকালে বাড়ির পাশে সোরহাব আলীর আম বাগানে ঝুলন্ত মরাদেহ দেখে তার ভাই জুয়েল। জুয়েলের চিৎকারে আশ-পাশের লোকজন আম বাগানে এসে ঝুলন্ত মরাদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে। আনোয়ার হোসেন মানসিক প্রতিবন্ধী ছিল।
রবিবার (২২নভেম্বর) বিকালে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জহির হোসেন মরাদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।