ড্রাম ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নকলা প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় নিজের চালিত মাটিকাটা ড্রাম ট্রাক উল্টে শহিদুল ইসলাম (২২) নামে এক চালক নিহত হয়েছেন। ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার বাজারদী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্বকাপাশিয়া জামিয়াকান্দা এলাকার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শহিদুল ইসলাম বাজারদী এলাকায় পুকুর খননের মাটি তার ট্রাকে ভরে নিয়ে পাড়ে উঠার সময় ট্রাকটি উল্টে গিয়ে সামনের অংশ ভেঙ্গে যায় এবং তার মাথা ভাঙ্গা অংশের চাপায় পড়ে। এতে শহিদুলের মাথা থেতলে গিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়।

এ ঘটনায় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।