ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে শেরপুর জেলাকে হারিয়ে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ রাজাদুল ইসলাম বাবু (স্টাফ রিপোর্টার) ॥ শেরপুরে ‘ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে’ স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ দল। ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। টি-২০ ফরমেটে অনুষ্ঠিত খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে নেত্রকোনা জেলা পুলিশ দল। অলরাউন্ডার প্রান্ত সাহা, সামিউল ও রাকিবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে নেত্রকোনা জেলা দল ৫ উইকেটে ১৪০ রান করে। প্রান্ত ৯টি ছয় ও ১ চারে অপরাজিত ৬১ রান, সামিউল ২ চার ১ ছয়ে ২৪ রান এবং ২ চার ১ ছয়ে রাকিব করেন ২১ রান। শেরপুর জেলা পুলিশ দলের পক্ষে বোলার সাইফুল নেন ২৮ রানে ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা পুলিশ দল ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তুলতে সক্ষম হয়। শেরপুরের পক্ষে সাইফ ৩৫ রান, রবিউল ৩১ রান এবং সোহাগ ২৫ রান করেন। নেত্রকোনার বোলার মাহবুব ১৭ রানে ২ উইকেট দখলে নেন। নেত্রকোনার অলরাউন্ডর প্রান্ত সাহা ফাইনালে অপরাজিত ৬১ রান এবং পুরো টুর্নামেন্টে ১৬০ রানের পাশাপাশি ৮ উইকেট দখল করায় ম্যান অব দি ফাইনাল ও ম্যান অব দি টুর্নামেন্ট পুরষ্কার লাভ করেন। ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কারের ট্রফি তুলে দেন প্রধান অতিথি ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় পুলিশ সুপার ইনসার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশ দল অংশগ্রহণ করে। সংক্ষিপ্ত স্কোর : নেত্রকোনা জেলা পুলিশ দল-১৪০/৫, ১০ ওভার (প্রান্ত সাহা ৬১*, , সামিউল ২৪, রাকিব ২১, অতি: ১১, সাইফুল ২/২৪ রান)। শেরপুর জেলা পুলিশ দল-১১৪/৫. ১০ ওভার (সাইফ ৩৫, রবিউল ৩১, সোহাগ ২৫, অতি: ১১, মাহবুব ২/১৭)। নেত্রকোনা জেলা দল ২৬ রানে জয়ী। ম্যান অব দি ফাইনাল ও ম্যান অব দি টুর্নামেন্ট নেত্রকোনার প্রান্ত সাহা। Related posts:শুভ জন্মদিন প্রিয় নির্বাহী সম্পাদকশেরপুরের শ্রীবরদীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতইদ্রিস গ্রুপের উদ্যোগে এবার দিনমুজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল ও মিষ্টি বিতরণ Post Views: ৩৭৭ SHARES শেরপুর বিষয়: