১ জানুয়ারি থেকে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলায় ফুটবল খেলোয়াড় সৃষ্টির লক্ষে বছর ব্যাপী তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১ জানুয়ারি ২০২১ হতে শুরু হবে। দু’টি গ্রুপ করে ওই প্রশিক্ষণ দেয়া হবে। ১০ বছর হতে ১২ বৎসর বয়সী খেলোয়াড়দের নিয়ে একটি গ্রুপ এবং ১৩ বছর হতে ১৬ বৎসর বয়সীদের নিয়ে আরেকটি গ্রুপ করে প্রশিক্ষণ দেয়া হবে। শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানিয়েছেন, প্রশিক্ষণার্থীদের কোন অর্থ প্রদান করতে হবে না। তারা শুধু খেলোয়াড়ী পোষাক নিয়ে আসবে। প্রশিক্ষকের সম্মানী এবং আনুসাঙ্গিক সকল কিছুর খরচ এসোসিয়েশন বহন করবে। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এএফসি লাইসেন্সধারী কোচ সাধন বসাক এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এএফসি (ডি) লাইসেন্সধারী কোচ গোলাম শাহরিয়ার রবীন। মানিক দত্ত আরও জানান, কোচদের সাথে ইতোমধ্যে কথা চূড়ান্ত হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সপ্তাহে ৫ দিন প্রশিক্ষণ দেয়া হবে, প্রশিক্ষণ বছর ব্যাপী হবে। আগ্রহী অভিভাবক অথবা খেলোয়াড় নিজে যোগাযোগ করতে পারেন। প্রধান কোচ (সাধন বসাক) মোবাইল ফোন নাম্বার ০১৭১৮৭৮৭৭৩৩ এবং সহকারী কোচ (রবীন) মোবাইল ফোন নাম্বার ০১৭১১৭০৭০৮৮ – যোগাযোগ করার জন্য ডিএফএ সভাপতি মানিক দত্ত অনুরোধ জানিয়েছেন। Related posts:নকলায় গ্রেনেড হামলা দিবস পালিতশ্রীবরদীতে কৃষকলীগের উদ্যোগে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণশেরপুর জেলা কারাগার পরিদর্শনে গিয়ে ৪টি টেলিভিশন দিলেন জেলা প্রশাসক Post Views: ২০০ SHARES শেরপুর বিষয়: