শেরপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি প্রত্যাহার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মকসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে অবশেষে কাজে ফিরছেন স্বাস্থ্য সহকারীরা। ১৩ ডিসেম্বর রবিবার দুপুরে ওই তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তারা জানান, হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে যোগ দেওয়াসহ আগের মতোই স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন তারা। সরকারের টিকাদান কর্মসূচি সফল করতেই আন্দোলনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে উন্নীত করাসহ ৪ দফা দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে স্বাস্থ্য সহকারীরা। এতে ভোগান্তিতে পড়েন টিকা গ্রহণকারী মা ও শিশুরা। Related posts:নালিতাবাড়ীতে লাইসেন্স বিহীন হাতি উদ্ধার, মাউত কারাগারেশেরপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন মেয়রপ্রার্থী আধারশেরপুরে সুপারি চুরির অভিযোগে স্কুলছাত্র হত্যা ॥ প্রধান আসামির ২ দিনের রিমাণ্ড মঞ্জুর Post Views: ১৭৬ SHARES শেরপুর বিষয়: