শেরপুরের নালিতাবাড়ীতে মুহাম্মদ (সাঃ) এর নামে দৃষ্টিনন্দন ফোয়ারা নির্মাণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ফোয়ারার উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ফোয়ারা উদ্বোধন করেন নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন। এ উপলক্ষে বাদ মাগরিব পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় উদ্বোধক মাহবুুর রহমান রিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন অংশ নেন। এতে দোয়া পরিচালনা করেন নন্নী মারকাজ মসজিদের খতিব মুফতি সালমান মুনীর। উদ্বোধনকালে প্রধান শিক্ষক আবু সাইদ ও নেছার উদ্দিন, ইউপি সদস্যবৃন্দ এবং নন্নী এলাকার শতশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। ওইসময় চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন বলেন, ফ্রান্সে আমাদের প্রিয় নবীকে (সাঃ) নিয়ে ব্যঙ্গ ও কটুক্তির প্রতিবাদে গত ৩০ অক্টোবর নন্নীতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে প্রতিবাদ হয়। সেদিনের উপস্থিত মুসলমানদের প্রাণের দাবি হিসেবে আল্লাহকে রাজী এবং খুশি করার উদ্দেশ্যে পরিষদের নিজস্ব অর্থায়নে এ ‘ফোয়ারা-মুহাম্মদ (সাঃ)’ নির্মাণ করা হয়। Related posts:শ্রীবরদীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদঝিনাইগাতীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিতঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ ও আলোচনা সভা Post Views: ৪০২ SHARES শেরপুর বিষয়: