অভিনেতা সেলিম আহমেদ আর নেই

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : অভিনেতা, শিল্পনির্দেশক ও প্রচ্ছদশিল্পী সেলিম আহমেদ আর নেই। বুধবার সকাল ৯টা ৩০ মি‌নি‌টে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতা‌লে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল ক‌রেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ঘনিষ্ট অভিনেতা আজাদ আবুল কালাম।
আজাদ আবুল কালাম জানান, গত ১৭ ডিসেম্বর হঠাৎ বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় সেলিম আহমেদকে। চিকিৎসকেরা সে সময় জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। দ্রুত তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে রাখা হয় তাকে। আইসিইউ থেকে ফেরা হলোনা তার।
বুধবার বাদ আছর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান আজাদ আবুল কালাম।
অভিনয়ের পাশাপাশি সেলিম আহমেদ ছিলেন একাধারে ভাস্কর, চিত্রকর, কবি, নাট্যশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনার। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরা।
সেলিম আহমেদ অভিনীত প্রথম নাটক ‘জয়িতা’। এরপর তিনি গোলাম মুক্তাদির পরিচালিত লোটাকম্বল ধারাবাহিকে অভিনয় করেন। একক, ধারাবাহিক ও বহু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘চিরঞ্জীব মুজিব’ নামের একটি ছবির শিল্পনির্দেশক হিসেবে কাজ করেছিলেন তিনি। গেলো ১৬ ডিসেম্বর বিজয় উপলক্ষে প্রচারিত তার লেখা ‘রানার’ নাটকটি প্রচার হয়।
রংপুর জেলায় জন্ম নেয়া সেলিম আহমেদ লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।