ময়মনসিংহে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে আহত ওসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ শ্যামলীনিউজ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে চাইনিজ কুড়ালের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন আহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এঘটনা ঘটে। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাত ৯টার দিকে গৌরীপুর মধ্য বাজারে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের উপর হামলার পরিকল্পনা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কোপ লাগে। পরে আহত অবস্থায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারটি সেলাই দেয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না জানতে চাইলে কামাল হোসেন বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তবে যে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়া হয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে শিশুসহ ১১ জনের মৃত্যুস্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস : শিক্ষা উপমন্ত্রী১১ দফা দাবিতে শেরপুরে সেক্টর কমান্ডারস ফোরামের স্মারকলিপি Post Views: ৩১২ SHARES সারা বাংলা বিষয়: