জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জে ভটভটির চাপায় মিছিরন (৬০) নামে এক প্রতিবন্দী নারী ও সরিষাবাড়িতে বালুবাহী মাহিন্দ্রের ধাক্কায় গিয়াস উদ্দিন (৬৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
দেওয়ানগঞ্জ থানার ওসি মোহাব্বত কবির জানায়, দেওয়ানগঞ্জে চিকাজানি মোড়ে সোমবার বিকাল প্রতিবন্দী মিছিরন বেওয়া (৬০) দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগামী ভটভটি চাপা দিলে মিছিরন বেওয়া গুরুতর আহত হয়। স্থানীয় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
নিহত মিছিরন বেওয়া দেওয়ানগঞ্জের চিকাজানি গ্রামের মৃত জব্বর আলীর মেয়ে।
ওসি আরো জানায়, দুর্ঘটনার পার ভটভটি ফেলে চালক বাবু মিয়া পালিয়েছে। ঘটনাস্থল থেকে ভটভটি জব্ধ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় এখনো কোন অভিযোগ করেনি।
অপরদিকে সরিষাবাড়ির বয়রার একুশে মোড়ে সোমবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৬৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
পোগলদিঘা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন জানায়, পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন অটোবাইক যোগে কান্দারপাড়া থেকে মাঝালিয়া যাচ্ছিলেন। বিপরিত দিকে থেকে আসা বালুবাহী মাহেন্দ্র গাড়ীর সাথে অটো বাইকের মুখোমুখি সংর্ঘষ হলে গিয়াস উদ্দিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে গিয়াস উদ্দিন মারা যায়।