শেরপুরে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম শুরু

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২০২১ শিক্ষাবর্ষের জন্য স্কুল শিক্ষার্থীদের মধ্যে অনাড়ম্বরভাবে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার সরকারের নির্দেশনা মেনে জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ২ হাজার স্কুুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রথম ধাপে আংশিক বই বিতরণ করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোকসেদ আলী বলেন, শেরপুরের পাঁচ উপজেলার ২৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ২৫ লাখ ৪০ হাজার বই বিতরণ করা হবে। অপরদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, জেলার এক হাজার ৫৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ৮ লাখ ১১ হাজার ৬১টি বই বিতরণ করা হবে।