শেরপুরে টুয়েন্টি-২০ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে টুয়েন্টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে এসএসএ কিংস। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার নবনির্মিত শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এসএসএ সিক্সার্সকে এক রানে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে কিংস।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে এসএসএ কিংস। শুরুর দুই ওভারের মধ্যেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে কিংস। সিক্সার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে আসে মাত্র ৩২ রান। একপর্যায়ে ফোর ডাউনে নামা অধিনায়ক সনিকের (তিন চারে ৩১ রান) মারমুখি ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৪ রানের লড়ার মতো স্কোর গড়ে কিংস। ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিক্সার্সের শুরুটাও তেমন ভালো হয়নি। প্রথম চার ওভারে ৩ উইকেট হারিয়ে সিক্সার্সও বিপদে পড়ে। একপ্রান্ত আগলে রেখে সিক্সার্স অলরাউন্ডার আরাফ (পাঁচ চারে ৩১ রান) খেলে গেলেও তার আউটের পর পরই সিক্সার্সের সম্ভাবনা মিইয়ে পড়ে। কিন্তু সিক্স ডাউনে নামা অধিনায়ক রাসেল ১৮ তম ওভারে পর পর দুই চার এক ছক্কা হাঁকালে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ওভারে সিক্সার্সের জয়ের জন্য প্রয়োজন হয় ৯ রানের। কিন্তু প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ রানের বেশী তুলতে না পারায় ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করে ১ রানে হেরে হতাশ বদনে মাঠ ছাড়েন সিক্সার্সের ব্যাটসম্যানরা। ১১ রানে ৩ উইকেট নিয়ে মিমোজা ম্যান অব দি ফাইনাল পুরষ্কার লাভ করেন কিংসের উদীয়মান বোলার সিফাত। এছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে অলরাউন্ড নৈপূন্যের জন্য সিক্সার্সের আরাফ ম্যান অব দি টুর্নামেন্ট পুরষ্কার লাভ করেন। খেলা শেষে টুর্নামেন্টের স্পন্সর মিমোজা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি জাকির হোসেন বাচ্চু প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কারের ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি’র জেলা কোচ মিজানুর রহমান মিজু, জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।
শেরপুর স্পোর্টস একাডেমীর আয়োজনে এসএসএ প্রিমিয়ার লীগ সিজন-১ নামে গত ২২ ডিসেম্বর এ টুয়েন্টি-২০ ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়। এতে এসএসএ থান্ডার্স, এসএসএ সিস্কার্স, এসএসএ কিংস এবং এসএসএ ওয়ারিয়র্স নামে ৪টি ক্রিকেট দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ড মিমোজা এন্টারপ্রাইজ টুর্নামেন্টটি স্পন্সর করে।
সংক্ষিপ্ত স্কোর : এসএসএ কিংস-১১৪/৬, ২০ ওভার (সনিক ৩১, তাইয়্যেব ১৭, বিজয় ১৫, অতি: ৩০, রাসেল ২/১৫, ইমান ২/২৮)। এসএসএ সিক্সার্স-১১৩/৮, ২০ ওভার (আরাফ ৩১, রাসেল ২৯, ইমান ১৩, অতি: ২২, সিফাত ৩/১১, রাকিব ২/২০)। এসএসএ কিংস ১ রানে জয়ী। মিমোজা ম্যান অব দি ম্যাচ-সিফাত (এসএসএ কিংস), ম্যান অব দি টুর্নামেন্ট-আরাফ (এসএসএ সিক্সার্স)।