রাজধানীতে ট্রাকের ধাক্কায় অভিনেত্রীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১ অনলাইন ডেস্ক : রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আশা চৌধুরী (২২) নামের এক অভিনেত্রী প্রাণ হারিয়েছেন। সোমবার গভীর রারে এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ জানান, রাত একটা থেকে দুইটার মধ্যে টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আশা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিনেতা মিলনের সেই পোস্ট তিনি জানান, আশার বাবার নাম আবুল কালাম। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছিলেন আশা। কোন ট্রাক ধাক্কা দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই মো. সোহান আহমেদ। এদিকে আশা চৌধুরীর সঙ্গে দু’টি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেতা আনিসুর রহমান মিলন লিখেছেন, ‘আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১, ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছে। তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। তার আত্মার মাগফেরাত কামনা করি।’ Related posts:দাম্পত্য জীবনের ইতি টানছেন এআর রাহমান ও তার স্ত্রী৪ সপ্তাহ পর মুক্তি পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়াননিকেতন মসজিদে জানাজা, বনানীতে দাফন শাহীন আলমের Post Views: ৩৫৬ SHARES বিনোদন বিষয়: