‘হ্যালো বেবি’ দিয়ে প্রশংসিত তাহসান-মিম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ অনলাইন ডেস্ক : তাহসান খান ও বিদ্যা সিনহা মিম একসঙ্গে অভিনয় করেছেন খুবই কম। তবে তাদের অভিনয় রসায়ন বেশ ভালো। সম্প্রতি কাজল আরেফিন অমির পরিচালনায় ‘হ্যালো বেবী’ নামের একটি নাটকে অভিনয় করেন তারা। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নতুন বছরের প্রথম দিন উন্মুক্ত হয় নাটকটি। মোশনরক এন্টারটেইনমেন্টের তত্বাবধায়নে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন তাহসান ও মিম। নাটকটির দর্শক সংখ্যা ইতোমধ্যে ৩০ লাখ অতিক্রম করেছে। এ নিয়ে উচ্ছ্বসিত মিমও। তিনি বলেন, নাটকটির গল্প ছিল বেশ সুন্দর। আর আমি চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। তাহসান ভাইও অনেক সুন্দর অভিনয় করেছেন। আশা করছি দিন যতই গড়াবে, দর্শকের সংখ্যা ততই বৃদ্ধি পাবে। অন্যদিকে, এক খণ্ডের নাটকের পাশাপাশি ওয়েব নাটক ও ফিল্মেও অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাহসান। এদিকে, মিম সম্প্রতি নতুন একটি ছবির কাজেও যুক্ত হয়েছেন। Related posts:আশীর্বাদ সিনেমার নায়িকা মাহিএই প্রথম ছেলেকে দেখতে কারাগারে বলিউড বাদশা শাহরুখ (ভিডিও)আরিয়ানের সঙ্গে এখনো দেখা করার সুযোগ পাননি শাহরুখ-গৌরী Post Views: ৪১১ SHARES বিনোদন বিষয়: