শেরপুর পৌরসভায় আ’লীগের মনোনয়ন বঞ্চিত এক প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর, আহত-১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত আনিসুর রহমানের বিক্ষোব্ধ সমর্থকরা আজ ১৩ জানুয়ারী রাতে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোব্ধরা শহরে দোকান পার্ট ও যানবাহনে ভাংচুর চালায়। এসময় অনন্যা কসমেটিকসের মালিক ইন্দ্র নন্দী আহত হয়েছে। জানাযায়, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। আজ (১৩ জানুয়ারি) বুধবার রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এখবর রাতে শেরপুরে আসার সাথে সাথে তৃণমূলে ভোটে নির্বাচিত মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের সমর্থকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে কিছু সমর্থক জেলা শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ও ইজিবাইক, মোটর সাইকেলসহ হালকা যানবাহন ভাংচুর করে। এতে মূহুর্তেই সারা শহর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে আছে। তবে শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। Related posts:নকলায় নব্য গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিল প্রশাসনমুজিবশতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাস এর মোড়ক উন্মোচননকলায় পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন Post Views: ৪৭০ SHARES শেরপুর বিষয়: