শেরপুরে নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় ভোটগ্রহণ শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে ওই ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে ভোটার উপস্থিতি। নকলা পৌরসভায় ১৩ হাজার ৮ পুরুষ ভোটার ও ১৪ হাজার ১শ ৫১ জন মহিলা ভোটারসহ মোট ২৭হাজার ১শ ৫৯ জন ভোটার ১২টি কেন্দ্রে ভোট প্রদান করছে। এ পৌরসভায় আওয়ামীলীগের সমর্থিত হাফিজুর রহমান লিটন, বিএনপির এনামুল হক রিপন, আওয়ামীলীগের বিদ্রোহী মিজানুর রহমান ও আনোয়ার হোসেন আনারসহ ৪ মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জনসহ মোট ৫৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। ভোট শান্তিপূর্ণ করতে ৩শতাধিক র্যাব, পুলিশ ও আনসারসদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। নালিতাবাড়ী পৌরসভায় ১০ হাজার ৬শ ৩১ পুরুষ ভোটার ও ১১ হাজার ৫শ ২ জন মহিলা ভোটারসহ মোট ২২হাজার ১শ ৩৩ জন ভোটার ১০টি কেন্দ্রে ভোট প্রদান করছে। এ পৌরসভায় আওয়ামীলীগের সমর্থিত আবু বক্কর, বিএনপির আনোয়ার হোসেন ২ মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জনসহ মোট ৫৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। ভোট শান্তিপূর্ণ করতে ৩শতাধিক পুলিশ, র্যাব, ও আনসারসদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। নকলায় পাইলট স্কুল কেন্দ্রে ভোটের শুরুতেই স্বতন্ত্র প্রার্থীর একজন এজেন্টকে মারধোর করে। এছাড়াও কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। এসময় আওয়ামীলীগের প্রার্থী হাফিজুর রহমান লিটন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তিনি নিশ্চিত বিজয়ী হবেন বলে আশা করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান জানান, তার এজেন্টকে মারধোর করা হচ্ছে। এর পরেও নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিজয়ী হবেন। বিএনপির প্রার্থীএনামুল হক রিপন জানান, আমার এজেন্টদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি দেয়া হয়েছে। কেন্দ্র থেকেও বের করে দেয়া হয়েছে। ভোটে যাতে আগেভাগে কোন কারচুপি করতে না পারে সে জন্য আজ ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হয়। নির্বাচন শান্তিপূর্ণ করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। Related posts:শেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট ও বিক্ষোভগাজীর খামার ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কাজের পরিদর্শনঝিনাইগাতীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র ও চশমা বিতরণ Post Views: ১৭৯ SHARES শেরপুর বিষয়: