শেরপুরে সকালেই ট্রাক চাপায় প্রাণ গেলো সিএনজির ৪ যাত্রীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছে। নিহতরা হলেন সেলিম মিয়া (২৫), পিতা তাহের আলী, সাং চাদগাও তিনঘরিয়া, রোকসানা (৩০) স্বামী রফিকুল ইসলাম সাং- নলজুড়া, জোবেদ আলী(২৫) পিতা ইউসুফ আলী সাং বন্ধধারা এরা নালিতাবাড়ী উপজেলার বাসিন্ধা। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে মির্জাপুর এলাকায় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী একটি সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। Related posts:শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদানভোগাই নদীর ভাঙ্গনের কবলে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী ও চকপাড়া এলাকা Post Views: ১৬৩ SHARES শেরপুর বিষয়: