শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০ এর ভোটগ্রহণ শেষ হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে ওই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় জানান, সমিতির ১৯৩ জন ভোটারের মধ্যে ১৯০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন চলছে ভোট গণনার কাজ।


এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পৃথক প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সহ-সভাপতি পদে এডভোকেট হরিদাস সাহা ও এডভোকেট নুর উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরুল ইসলাম তালুকদার ও এডভোকেট রেদওয়ানুল হক আবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট আমিনুল ইসলাম মমিন, অডিটর পদে এডভোকেট পলাশ কুমার নন্দী, নির্বাহী সদস্য পদে এডভোকেট হাসনাঈন ফাহিম, এডভোকেট জান্নাতুল ফেরদাউস শিবলী, এডভোকেট তাজুমুল ইসলাম তাজুল ও এডভোকেট মোঃ আক্রামুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যদিকে ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সভাপতি পদে এডভোকেট মজিবর রহমান দুলাল ও এডভোকেট আশরাফুল আলম লিচু, সাধারণ সম্পাদক পদে এডভোকেট এম কে মুরাদুজ্জমান, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট হারুন-অর-রশিদ বাচ্চু ও এডভোকেট মোহাম্মদ রাশেদুর রহমান রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আশরাফুন্নাহার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ আফছর উদ্দিন, অডিটর পদে এডভোকেট হারুন-অর-রশিদ মোল্লা, নির্বাহী সদস্য পদে এডভোকেট মোহাম্মদ ফরহাদ আলী, এডভোকেট মোক্তারুজ্জামান মুক্তার, এডভোকেট মোঃ কামরুজ্জামান ও এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন।


আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে সমন্বয় পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
এদিকে নির্বাচনে সমন্বয় পরিষদের নেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমাল পালের নেতৃত্বে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ টোয়েন্টিফোরডটকমের সম্পাদক প্রকাশক, সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ অন্যান্য আইনজীবী নেতা ও আইন কর্মকর্তারা একযোগে কেন্দ্রে প্রবেশ করলে ওই বলের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেন।
অন্যদিকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক ও জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ উভয় দলের সিনিয়র নেতারা।