শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আক্রাম হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৬ ফেব্রুয়ারি শনিবার মধ্যরাতে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তাকে আটক করা হয়। আক্রাম শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার জনৈক আব্দুল গফুরের ছেলে। পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১২টার দিকে আক্রাম হোসেন শ্রীবরদী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের হারিয়াকোনা এলাকার আন্তজার্তিক সীমান্ত পিলার (পিলার নং ১০৯৪) পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিল। ওইসময় বিএসএফ তাকে আটক করে। পরে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আক্রামকে ফিরিয়ে আনতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভারতের বিএসএফ’র সাথে পতাকা বৈঠক করে। বৈঠকে বিএসএফ’র এসি অতুল কুমার ও বিজিবি’র কোম্পানী কমান্ডার ফারাজুল ইসলাম, কর্ণঝোড়া বিওপি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। তবে পতাকা বৈঠকে বিএসএফ আক্রামকে ফেরত দেয়নি। পরে সীমানা অতিক্রমের অভিযোগে বিএসএফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আক্রাম হোসেনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশের সীমান্ত বাহিনী টহল জোরদার করেছে। Related posts:শেরপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতশ্রীবরদীতে পুলিশের উপর হামলা ॥ হ্যান্ডকাফসহ আসামী ছিনতাই গ্রেফতার-৬শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা Post Views: ২৪৩ SHARES শেরপুর বিষয়: