শেরপুরে এবার ১৪২টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুর জেলায় ১৪২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর বুধবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু ভার্চুয়াল আলোচনা সভায় জানান, এবার জেলায় ১৪২টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শেরপুর সদরে ৪২টি, নালিতাবাড়ীতে ৩৫টি, শ্রীবরদীতে ১০টি, ঝিনাইগাতীতে ১৭টি ও নকলায় ১৮টি পূজামন্ডপে ২২ অক্টোবর থেকে ৪ দিনব্যাপি দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলবে।
কোভিড-১৯ এর কারণে এবার দুর্গাপূজায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক ভার্চুয়াল মিটিং এ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। তবে এ বছর করোনা ভাইরাসের কারণে জাঁকজমকপূর্ণভাবে না হলেও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা আয়োজন করবেন বলে জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আরও বলেন, আমরা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পরামর্শ অনুযায়ী অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দিরের ভেতরে আয়োজনের ব্যবস্থা করেছি। এবার সড়কগুলোতে আলোকসজ্জা, গান-বাজনাসহ বিভিন্ন অনুষ্ঠান না করার ব্যাপারেও আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিউর রহমান মিতুল, আনসার, ভিডিবি, ফায়ার সার্ভিস, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জেলার হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।