শ্রীবরদীেত পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৪ শিক্ষককে অব্যাহতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে সাদেক আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রের ৪ শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে কক্ষ পরিদর্শকের পদ থেকে অব্যবহিত দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন চার শিক্ষককে অব্যাহতি দেন ওই কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ রকিবুল হাসান। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন ১ নম্বর কক্ষের পরিদর্শক মো. ইউনুছ আলী ও মো. নুরুন্নবী মোস্তফা নবীন এবং ৪ নম্বর কক্ষের পরিদর্শক মোছা. সোহাগী খাতুন ও মো. লোকমান হোসেন। একই সময়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোরাদ মিয়া ও মেহেদী হাসান নামে একই কেন্দ্রের ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসদুপায় অবলম্বনের কারণে ওই কেন্দ্রের ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ৪ কেন্দ্র পরিদর্শককে দায়িত্বে অবহেলার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে দুই ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড ও একজনকে ১ হাজার টাকা জরিমানাশেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী পালিতশ্যামলবাংলা২৪ডটকম‘র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৫৯ SHARES শেরপুর বিষয়: