সরিষাবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সেলাইমেশিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৩ মার্চ সকালে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর তথ্য প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মো. মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রকিব হাসান, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম, জামালপুর জেলার সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক লুৎফর রহমান লুলু, তারাকান্দি যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ। Related posts:পোড়াদহের মেলায় ৭৩ কেজি বাঘাইড়ইসলামপুরে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যুজামালপুর সীমান্তে আবারও বুনো হাতি, আতংকে ৬ গ্রামের মানুষ Post Views: ৩০৩ SHARES সারা বাংলা বিষয়: