নকলায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। ১৬ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় স্থাপিত এ বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, সহকারী কমিশনার (ভুমি) কাউছার আহম্মেদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, নকলা থানার ওসি মোঃ মুশফিকুর রহমান প্রমুখ। পরে তিনি নকলা উপজেলার পূর্ব টালকী গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। শেষে গৃহহীণ ও ভূমিহীনদের ঘর পরিদর্শন করেন। Related posts:নকলায় খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনবিডি ক্লিন শেরপুরের উদ্যোগে এবার পরিচ্ছন্ন হলো নতুন বাস টার্মিনালনকলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত Post Views: ২৩৪ SHARES শেরপুর বিষয়: