গরম ভাতে পানি দেওয়ায় খুন হয়েছিল খোদেজা!

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় গত ১১মার্চ নিখোঁজ খোদেজা (৬২)বেগমের হত্যার রহস্য উদঘাটন করেছে নকলা থানা পুলিশ। এ ঘটনায় গতকাল ১৬ মার্চ রাতে দুলাল মিয়া (৬৩) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে নকলা থানার পুলিশ।

গ্রেফতারকৃত দুলাল খুনের সাথে সরাসরি জড়িত থাকার কথা ১৬৪ ধারায় ম্যাজিসেট্রট নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।
দুলাল তার জবানবন্দীতে বলেন, গত ১১ মার্চ বিকেলে সারাদিন গরুর জন্য ঘাস কেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ভাবির (নিহত খোদেজা) নিকট খাবারের জন্য ভাত চান। তার ভাবি দুলালের সাথে রাগারাগি শুরু করে একপর্যায়ে গরম ভাতে পানি ঢেলে দেয়। এতে দুলাল ক্ষিপ্ত হয়ে খোদেজার শাড়ির আঁচল দিয়ে গলায় পেঁচিয়ে ধরলে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে খোদেজা বেগম ।

বাড়িতে কেউ না থাকায় নিহত খোদেজা বেগমের মরদেহ বাড়ির পাশেই বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখে। নিহত বৃদ্ধার লাশ ৫ দিন পর কুকুরমাটি খুঁড়ে বের করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, আসামি দুলাল মিয়া বৃদ্ধা খোদেজা বেগমের হত্যা র সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।