ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার বিকালে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সুরুজ আলী ভূইয়ার সভাপতিত্বে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনয়ন প্রত্যাশী মো. মজিবুর রহমান, মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক (সাবেক) মো. রেজাউল করিম, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মিলন, ডা. নবীজল হক রানা, নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মজনু মিয়া, সুরুজ আলী ভূইয়া, আমিরুল ইসলাম, আক্তারুজ্জামান জামি। অন্যান্যদের মধ্যে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খান, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. উমর আলী, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বর্ধিত সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ মাঠ পর্যায়ে সঠিক তথ্য সংগ্রহে কাজ করছেন। বিচার বিশ্লেষণে সঠিক তথ্যর উপর ভিক্তি করে দলের যোগ্য ও সৎ ব্যক্তি বাছাই করে নৌকা মনোনয়ন দেয়া হবে। Related posts:ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতকিশোরী গণধর্ষণের ঘটনায় উত্তাল নকলা, ক্ষুব্ধ শিক্ষার্থীদের থানা ঘেরাওনকলা-নালিতাবাড়ীর ইউপিতে ভোট গ্রহণ শুরু Post Views: ২৪১ SHARES শেরপুর বিষয়: