শেরপুরে সামাজিক আন্দোলন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২১

স্টাফ রিপোর্টার : সামাজিক আন্দোলন শেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার বিকালে শেরপুর ডায়াবেটিক সমিতির সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এড. ইমাম হোসেন ঠান্ডু।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সমাজের সকল অসংগতি, দুর্নীতি ও সন্ত্রাস-লুটতরাজের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গুরুত্ব নিয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আজিজুর রহমান, সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারোয়ার আলী, সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য প্রবীন রাজনীতিক পংকজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন শেরপুর জেলা শাখার সহ-সভাপতি শিব শংকর কারুয়া, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সম্মিলিত সামাজিক আন্দোলন শেরপুর জেলা শাখার সহ-সভাপতি শামীম হোসেন, উদীচী শেরপুর জেলা সংসদের সভাপতি তপন সারওয়ার, শিক্ষক শরিফুন নাহার শম্পা, আলমগীর হোসেন, উসমান গণি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম।

পরে রাজিয়া সামাদ ডালিয়া সভাপতি ও মো. মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করে ৫১ সদস্যের শেরপুর জেলা কমিটি, এবং শরিফুন নাহার শম্পা, আহবাহক ও উসমান গণিকে সদস্য সচিব করে শেরপুর সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।