নব-নির্বাচিত শেরপুর পৌর মেয়র লিটনকে জেলা যুব মহিলা লীগের শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ ৩য় বারের মতো শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুগ্ম আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমু ও লাভলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


২১ মার্চ রবিবার দুপুরে শহরের নয়আনী বাজারস্থ মেয়র লিটনের বাসভবনে ওই শুভেচ্ছা বিনিময় করেন জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।


ওইসময় পৌর মেয়রের সহধর্মীনি ও পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা পারভীন উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা শেষে একে অপরের কুশলাদি বিনিময় করেন। নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের দির্ঘায়ু, সুখ, সমৃদ্ধি, উন্নতি সহ সুস্থ্য জীবন কামনা করেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।