শেরপুরে বীজ আলু উৎপাদন চাষীদের সংবাদ সম্মেলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১ নিজস্ব সংবাদদাতা ॥ বীজ আলুর নগন্য মূল্য বন্ধ করণ এবং বীজ আলুর উপর্যুক্ত মূল্য বৃদ্ধি করণের লক্ষ্যে শেরপুর বিএডিসি বীজ আলু উৎপাদন জোনের চুক্তিবদ্ধ চাষীদের বীজ আলুর মূল্য বৃদ্ধির দাবীতে চুক্তিবদ্ধ আলু বীজ চাষীদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল রবিবার শেরপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা চুক্তিবদ্ধ আলু বীজ চাষী কমিটির সভাপতি উসমান আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বীজ আলুর নগন্য মূল্য বন্ধ করণ এবং বীজ আলুর উপর্যুক্ত মূল্য বৃদ্ধি করণের লক্ষে বিস্তারিত তথ্য ও কৃষকদের লাভ লোকসানের হিসাব তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুক্তিবদ্ধ বীজ আলু চাষী আব্দুল মতিন, আব্দুল মান্নান, আতাউর রহমান হেলাল, জুলহাস উদ্দিন, বাদশা মিয়া, মিজানুর রহমান ও সাইদুর রহমান সুমন প্রমুখ। বীজ আলু চাষীদের দাবী জমি লিজের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং অধিক শ্রমিক ও বালাই নাশক লাগায় আমাদের উৎপাদন খরচ প্রতি কেজি ২২ টাকায় দাড়িয়েছে। বিগত দিনে বিএডিসি আমাদেরকে উৎপাদন খরচের চেয়ে আলু বীজের মূল্য ৩০% বেশি দিয়েছেন। সেই হিসেবে এ বছর প্রতি কেজি আলী বীজের মূল্য ২৫ থেকে ২৭ টাকা হওয়ার কথা। কিন্তু গত ০৫/০৪/২০২১ তারিখ ১.২৭৬.০০২.০২.০০.০৭৬.২০১৯-৫৮৫ নং স্মারকের বিজ্ঞপ্তিতে আমাদের এ বছর আলু বীজ এর মূল্য এ গ্রেড ১৯ টাকা বি গ্রেড প্রতি কেজি ১৬ টাকা নির্ধারণ করেছেন। যা আমাদেরকে হতাশায় ফেলেছে। মুজিব বর্ষে যেখানে চাষিরা সহ সকলেই পুরস্কিত হচ্ছে সেখানে বিএডিসি এর চুক্তিবদ্ধ চাষীদের যৌক্তিক এবং ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই সরকারের কাছে আমাদের জোড় দাবী ২০২০-২১ উৎপাদন বর্ষে বীজ আলুর মূল্য ২৭/২৫ টাকা নির্ধারণ করার অনুরোধ জানাচ্ছি। এ সময় শেরপুর জেলা চুক্তিবদ্ধ বীজ আলু চাষীর নেতৃবৃন্দ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিতনকলায় কাফনের কাপড়ে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধারজমি সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরে ভাতিজার আঘাতে চাচীর মৃত্যু Post Views: ২২৪ SHARES শেরপুর বিষয়: