ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী তৌফিকুর রহমান

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী তৌফিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৮ ডিসেম্বর বুধবার বিকেলে মনোনয়নপত্র জমা দিয়ে তৌফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে জয়ী হলে মৌলিক নাগরিক সুবিধাগুলো পূরণ করতে কাজ করবো।

ইউনিয়নবাসীসহ সকলকে নিয়েই ধানশাইল ইউনিয়নকে উন্নত করতে কাজ করবো। ইনশাআল্লাহ আমি জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে পারবো। মনোনয়ন জমা দেওয়ার আগে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সাথে সাক্ষাৎ করে দোয়া নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ওমর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পিয়ার জাহান ফয়সাল, প্রচার সম্পাদক মজিবর রহমানসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম বলেন, ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের রেজুলেশন মোতাবেক জেলা কমিটির পরামর্শক্রমে উপজেলা কমিটি নৌকা প্রতীক প্রার্থীদের নামের তালিকা জেলায় প্রেরণ করেছে। সেই মোতাবেক জেলা কমিটি প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছেন। এছাড়াও গোয়েন্দা সংস্থার রিপোর্ট এর ভিত্তিতে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিধায় নৌকার বাইরে দলীয় নেতাকর্মীদের যাওয়ার কোন সুযোগ নেই এবং নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করারও কোন সুযোগ নেই। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার ৫ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।