সংবাদ প্রকাশের পর রুমেছার বাড়ি পরিদর্শন করলেন নকলার ইউএনও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১ বিশেষ প্রতিনিধি : বিভিন্ন জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশের পর মঙ্গলবার (২০ এপ্রিল) জরাজীর্ণ বাড়িতে বসবাসকারী বৃদ্ধা রুমেছার বাড়ি পরিদর্শন করেছেন নকলার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ৫নং বানশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত ও স্থানীয় লোকজন। ইউএনও চেয়ারম্যানের কাছে গৃহহীনদের তালিকায় আগে এই মহিলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা জানতে চান? জবাবে চেয়ারম্যান বলেন, ঐ মহিলার নিদিষ্ট কোন জমি নেই, উনাকে গুচ্ছগ্রামে যেতে বললে উনি পরিবারের লোকজন থেকে দূরে থাকতে রাজি হননি। তাই উনাকে ঘর দেওয়া সম্ভব হয়নি। তারপর ইউএনও জাহিদুর রহমান উনার সৎ ছেলেদের সাথে কথা বলে জানতে চান যদি ঘরের ব্যবস্থা করা হয় তাহলে তারা জমি দিতে পারবে কিনা? তারা জমি দিতে রাজি হন। পরে সাংবাদিকদের সাথে ইউএনও জানান এই অসহায় বৃদ্ধার ঘরের জন্য বিশেষভাবে আবেদন করা হবে। যেন খুব দ্রুত উনাকে শেখ হাসিনার উপহার হিসেবে একটি ঘর দেওয়া যায়। একই সাথে ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আনোয়ার আপাদত ঝড়-বৃষ্টির কবল থেকে রক্ষার জন্য নিজস্ব অর্থায়নে নতুন টিন দিয়ে ঘরটি মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। Related posts:শেরপুরে শাহীন ক্যাডেট স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিতমন্ত্রীত্ব না থাকলে ফ্রিল্যান্সার হব: নালিতাবাড়ীতে প্রতিমন্ত্রী পলকশেরপুরে শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের সহায়তা প্রদান Post Views: ২০৩ SHARES শেরপুর বিষয়: