ঝিনাইগাতীতে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে আদিবাসী এক বিধবা নারী (৩৩) কে ধর্ষণের অভিযোগে মো. নাইম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। ১৯ এপ্রিল সোমবার রাতে ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রাম থেকে বখাটে মো. নাইমকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই নারী সোমবার রাতে নাইমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছেন। ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা নওকুচি গ্রামে ওই আদিবাসী নারীকে বখাটে মো. নাইম জোরপর্পূবক ধর্ষণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদিবাসী বিধবা নারী তাঁর এক সন্তানকে নিয়ে ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের বাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতে প্রতিবেশী যুবক মো. নাইম ওই নারীর ঘরে প্রবেশ করে একা পেয়ে তাঁকে জোরপ‚র্বক ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি প্রকাশ করলে ওই নারীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মো. নাইম। পরে ওই ঘটনাটি জানাজানি হয়ে গেলে সোমবার রাতে স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় আপস-মীমাংশার চেষ্টা করা হয়। এ সময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মো. নাইমকে নওকুচি গ্রাম থেকে আটক করেন। এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার নারী মো. নাইমকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছেন। তার ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। Related posts:নকলায় বজ্রপাতে যুবকের মৃত্যুশেরপুরে সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভাশেরপুরের দুই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Post Views: ২১৪ SHARES ঝিনাইগাতী বিষয়: