জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরহী নিহত হয়েছে। ২৪ এপ্রিল শনিবার দুপুরে জেলার সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বামুনজি বিল এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরহী শরীফ উদ্দিন (৩০) নামে এক কীটনাশক কোম্পানির বিক্রয়কর্মী নিহত হয়েছে। তিনি তিতপল্লা মধ্যপাড়া সরদারপাড়া গ্রামের মওলানা নুর মোহাম্মদের ছেলে।
নারায়নপুর তদন্ত কেন্দ্রে ইনচার্জ হাবিবুর রহমান হাবিব জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরাদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।