করোনা পরিস্থিতিতে শেরপুরে হিজরা সম্প্রদায়ের মাঝে জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ চলমান লকডাউন ও করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি হিজড়া সম্প্রদায়ের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
২৫ এপ্রিল রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ওই খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তৈল, আলু, পিয়াজ ও লবণ।


খাদ্য সামগ্রীগুলো পেয়ে জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার বলেন, এসপি মহোদয় সব সময়ই আমাদের খোঁজ-খবর রাখেন। এজন্য আমরা এসপি স্যারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।
খাদ্য সামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, পুলিশ লাইন্স একাডেমীর (প্লাস) প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।